
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কাজী ফিরোজ হাসান বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সোমবার বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের পিটিআই সংলগ্ন পিএন স্কুলের ফুটবল খেলার মাঠ থেকে একটি বিশাল নির্বাচনী মিছিল বের হয়। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদর্শন করে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এসময় সমর্থক ও কর্মীদের উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে সমগ্র ওয়ার্ড। এসময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে পৌর কাউন্সিলর ফিরোজ হাসানের বিকল্প নেই। আজকের এই লোক সমাগম সেটাই প্রমাণ করে। এলাকার সামগ্রীক উন্নয়নে পুনরায় কাজী ফিরোজ হাসানের পাঞ্জাবী প্রতীকে ভোট প্রদানের আহবান জানান বক্তারা।