নিজস্ব প্রতিবেদক: জমি বে-দখল হওয়ায় বিচার করে দেয়ার নামে ভিক্ষুকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর বিরুদ্ধে। মৃত শহর আলী সরদারের স্ত্রী ফজিলা খাতুনের অভিযোগ তার জমি স্থানীয় বাবলু দখল করায় কাউন্সিলরের কাছে বিচার চাইলে ২৫ হাজার টাকা নেন কাউন্সিলর।
ফজিলা খাতুন জানান, পলাশপোল মৌজার ৫৪৯নং খতিয়ানের ১৩১৩৭দাগের মধ্যে ২২শতক সম্পত্তির মধ্যে ১১ শতক আমাদের রেকর্ডীয় মালিকানা জায়গা। যার সামনে দুই হাতের খাস জমি আছে। যা আমাদের কাছ থেকেই সরকার অধিগ্রহণ করে রাস্তা নির্মান করে। বক্রী জমি আমার জমির সাথেই আমি ভোগ দখল করি। গত ৫ ছয় মাস আগে মৃত আব্দুস সাত্তারের ছেলে বাবলু আমার জমিসহ সরকারি জমি খুুঁটি ও ত্রিপল দিয়ে ঘিরে জবর দখল করে রেখেছে। আমি স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুর কাছে এর জন্য বিচার চাই। বিচার করার নামে টাল বাহানা করে আমার কাছ থেকে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার টাকা নিলেও এখনও বিচার করে দেয়নি। সিএন্ডবি মসজিদের সামনে থেকে আমার ছেলে বৌর কাছ থেকে টাকা নেয় কালু। এ ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে টাকা আদায় করে। কিন্তু বিচার করেনা। শুধু কাউন্সিলর কালুই নয় আকছেদ নিয়েছে পাঁচ হাজার টাকা। যে আসে সেই বিচারের নামে টাকা নিয়ে যায়। আমি কষ্ট করে ভিক্ষার জমানো টাকা তাদের হাতে তুলে দিয়েছি বিচারের জন্য। কিন্তু আমার বিচার কেউ করলোনা।
ফজিলা আরও অভিযোগ করে বলেন, রবিবার(২৫সেপ্টেম্বর) ১১টার সময় আমি আবারও কাউন্সিলরের অফিসে গিয়ে জমির বিষয়ে জানতে চাইলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বের করে দেয়। এসময় আমি আমার টাকা ফেরত চাইলে কাউন্সিলর বলে কিসের টাকা, আমি কোন টাকা নেইনি। তোর জমি আমি মেপে দিবো না।
কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু বলেন, টাকা নেওয়ার কথা অসত্য ও মিথ্যা। বিচার হয়ে গেছে। শনিবার আমাদের সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে দেখেশুনে ব্যবস্থা নেয়া হবে।