সীমান্ত (কলারোয়া) প্রতিবেদক: কলারোয়ার কাঁকডাঙ্গা সীমান্তে ৭৫বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি ৩৩)ব্যাটেলিয়ান কাকডাঙ্গা বিওপির সদস্যরা।
মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার বোয়ালিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা কোম্পানি কমাÐার আবু তাহেরের নেতৃত্বে টহল চলাকালীন তরিকুল ইসলাম(৪৫)নামে এক যুবক কে হাতেনাতে আটক করে। সে কাকডাঙ্গা গ্রামের আঃ রশিদের ছেলে। তাকে তল্লাশী করে ৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। বিষয়টি কাকডাঙ্গা কোম্পানি কমাÐার আবু তাহের নিশ্চিত করেছেন।