
নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভোগান্তির অন্য নাম নার্স মঞ্জুয়ারা। মঞ্জুয়ারার দুর্ব্যবহারে অতিষ্ঠ কলারোয়া উপজেলা হাসপাতালের সেবা নিতে আসা রোগী এবং স্বজনেরা। করোনা ভাইরাসের টিকা প্রয়োগের কাজ করছেন এই নার্স। এখানে উঠেছে তার নামে একই দুর্ব্যবহারের অভিযোগ তিনি বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা রোগিদের সাথে অকারণেই দুর্ব্যবহার করেন। করোনা ভাইরাস কারণে লকডাউনের আওতায় হাসপাতাল এবং টিকাদান কর্মসূচি না পড়লেও এই নার্স লকডাউনের অজুহাত দিয়ে কোন রোগীকে টিকা দিবেন না বলে দুর্ব্যবহার করতে থাকেন সে সময় সেখানে সেবা নিতে আসা মানুষগুলো বিপদে পড়ে। তাছাড়া এই নার্সের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এই নার্স চাকরির শুরু থেকে কলারোয়া হাসপাতালে চাকরি করে যাচ্ছে অদ্যবধি।
এ বিষয়ে মনিরুল ইসলাম নামে একজন সেবা নিতে আসা ব্যক্তি সাংবাদিকদের জানান, এই নার্সের ব্যবহারে রোগিরা সুস্থ হওয়ার থেকে অসুস্থ হচ্ছে বেশি। এ বিষয়ে সেলিম নামের একজন রোগী সাংবাদিকদের জানান মঞ্জুয়ারা নার্সের ব্যবহার এত খারাপ যে মানুষ এখানে সুস্থ হওয়ার বদলে অসুস্থ হচ্ছে বেশি এই বিষয় বারবার কর্তৃপক্ষে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রায় সব সময় অভিযুক্ত নার্স মঞ্জুয়ারার বিষয়ে অভিযোগ আসে আমাদের কাছে।