
কামরুল হাসান,কলারোয়াঃ কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৬ কেজি পরিমাণ গাঁজা উদ্ধারসহ ১ যুবককে আটক করেছে। কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রামের মজুমদার খাল নামক স্থান থেকে (মেইন পিলার ১৩/৩ এসআর) রোববার সকাল সাড়ে ৯ টার দিকে এ উদ্ধার ও আটক করা হয়। তলুইগাছা বিওপি’র নায়েব সুবেদার ফারুক কামাল সাংবাদিকদের জানান, তাঁর নেতৃত্ব বিজিবি সদস্যরা অভিযান পরিচালনাকালে উল্লেখিত স্থান থেকে ৬ কেজি পরিমাণ গাঁজাসহ আশরাফুল হোসেন (২৪) নামের এক যুবককে আটক করে। সে কেঁড়াগাছি গ্রামের হযরত আলির ছেলে। বিজিবি আরও জানায়, ওই যুবক সীমান্ত নদী সোনাই পেরিয়ে আসার সময় টহলরত বিজিবি সদস্যদের হাতে আটক হয়।