নিজস্ব প্রতিবেদক: কলারোয়া সীমান্তে ২কেজি গাঁজাসহ উজ্জ্বল হোসেন (২৩) নামে এক যুবক আটক হয়েছে। সে উপজেলার কেঁড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ২৬ তারিখ রাত ১টার দিকে ২কেজি গাঁজা নিয়ে সীমান্তের চারাবাড়ি এলাকা দিয়ে নিয়ে আসার সময় সে আটক হয়। এবিষয়ে তলুইগাছা বিজিবির জেওসি নায়েক সুবেদার নুরুল হুদা জানান টহলরত বিজিবি সদস্যদের হাতে সে আটক হয়। ভারত থেকে ২০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা নিয়ে সে বাংলাদেশ সীমান্তে আসা মাত্রই বিজিবি সদস্যদের দেখে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেছিলো। এ ঘটনায় কলারোয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা (নং-৩৭(২)২১) হয়েছে।