
সীমান্ত (কলারোয়া) প্রতিবেদক: কলারোয়ার কেড়াগাছি সীমান্তে অভিযান চালিয়ে ১৯৬ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম শামিম (১৮)। সে কেড়াগাছি ইউনিয়নের চারাবাড়ি পালবাড়ি এলাকার ইকবাল হোসেনের পুত্র।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র তলুইগাছা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, তলুইগাছা বিওপির’র কমান্ডার হারুন অর রশীদ ও নায়েক আহসান হাবিবের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় রবিবার (৮ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার কেড়াগাছি সীমান্তের চারাবাড়ি পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ পিস ভারতীয় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেফতার করেছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৫৮,৮০০টাকা। তলুইগাছা বিওপি’র কমান্ডার হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন মাদক নিয়ন্ত্রণে বিজিবি সর্বদা বদ্ধপরিকর । আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।