কলারোয়া ব্যুরো: কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুনত্বের কোনো শেষ নেই। যা কেউ করে না, তাই করে দেখায় ঐতিহ্যের এই বিদ্যালয়টি। এবার নতুন করে স্থাপিত হলো “ফ্রেন্ডশিপ ফলক"। বন্ধুত্বের বন্ধনকে চিরঞ্জীব করতে এই প্রাথমিক বিদ্যালয়ে “ফ্রেন্ডশিপ ফলক” উন্মোচন করা হলো। বুধবার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফলকটি উন্মোচন করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকার রহমান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংবাদিকএম এ সাজেদ, সহকারী শিক্ষক অনুপ কুমার, নতুন সূর্য'র সম্পাদক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক সেলিম খান প্রমুখ। ফলক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকা কামরুন্নেছা, বেগম কামরুন্নেছা, বেবী, আনোয়ারা খাতুন, রাবেয়া বসরী, তহমিনা খাতুনসহ অন্যান্যরা। বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি থেকে শিক্ষা অর্জন করে তাদের জীবন বান্ধবময় করে তুলে তা নানা কাজে লাগাতে পারবে।