প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৬, ২০২০, ৬:৫০ অপরাহ্ণ
কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের নজরকাড়া সাফল্য
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুল ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি অর্জনে নজরকাড়া সাফল্য লাভ করেছে। বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ১৫ জনের মধ্যে বৃত্তি পেয়েছে ৯ জন। যার মধ্যে ট্যালেন্টপুলে ২ ও সাধারণ গ্রেডে ৭ জন। শিশু ল্যাবরেটরী স্কুলের এই অভাবনীয় সাফল্যে খুশি শিক্ষার্থীসহ অভিভাবক ও সুধীবৃন্দ। প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক বুধবার সাংবাদিকদের জানান, এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছিলো ১৫ জন। তারমধ্যে বৃত্তি পেলো ২ ট্যালেন্টপুলসহ ৯ জন। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এ স্কুলের এই অভাবনীয় সাফল্যের বিষয়ে প্রধান শিক্ষক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, প্রতি বছরই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় স্কুলের শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এবারও এর ব্যতিক্রম হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা, প্রস্তুতিমূলক পরীক্ষাসহ প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকবৃন্দ আন্তরিক ও যত্নশীল হওয়ায় এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। তিনি বিদ্যালয়টির সার্বিক কার্যক্রমে এলাকার সম্মানিত সকল শ্রেণি ও পেশার মানুষের সুদৃষ্টি কামনা করেন। এই স্কুলের এবারে (২০১৯) ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিথিলা ফারজানা ও রুবাইত হাসান। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো: সৌভিক রায়, মোহাম্মদ আলি, আফাকুজ্জামান তন্ময়, মোহনা ইসলাম, তাসমিয়া তুবা, সাইমুনা শামিন শিমু ও ফাহমিদা রহমান।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.