কামরুল হাসান, কলারোয়া: শুক্রবার বিকাল ৫ টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ পৌরসদরে বাজার মনিটরিংকালে ক্রেতার কাছে পিঁয়াজসহ নিত্যপণ্যের দাম চলমান বাজারমূল্যের চেয়ে বেশি নেয়ায় ৬জন ব্যবসায়ীকে নয় হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন।
এছাড়া, কলারোয়া বাজারের বিভিন্ন মুদি দোকান, চাউলের দোকান, কাঁচা বাজার ও পেঁয়াজ বাজার মনিটরিং করা হয়েছে এবং বাজার অস্থিতিশীল না করার নির্দেশনা দেয়া হয়েছে।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলিমুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সহ.সভাপতি আশফাকুর রহমান সোহেল, নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারি মাহবুবুর রহমান প্রমুখ।