
কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় বৃহস্পতিবার বেলা ১২ টায় বাজার ব্যবসায়ী সমিতির সভা শেষে করোনা সতর্কতায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে বাজারে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়।
প্রচলিত সকল স্বাস্থ্যবিধির পাশাপাশি বাজারে ক্রেতাসাধারণকে ছাতা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পণ্য কিনতে হলে মাস্ক ও ছাতা ব্যবহার করতে হবে। ছাতা ব্যবহারের বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির নেতা সাংবাদিক আসাদুজ্জামান আসাদ জানান, ছাতা ব্যবহার নিশ্চিত করতে পারলে সোশ্যাল ডিসট্যান্সটা সহজেই মেইনটেইন করা যায়।
বাজার ব্যবসায়ী সমিতির এই প্রচারণায় অংশগ্রহণ করেন সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহসভাপতি শহিদুল ইসলাম বাবু, সিনিয়ার সহসভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি আশফাকুর রহমান সোহেল, সহসাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন,দপ্তর সম্পাদক শ্রী সুধাংশু কুমার বিশ্বাস, উপপ্রচার সম্পাদক হাসানুর রহমান, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ।