
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসভায় মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল জনস্বার্থে ও পৌরবাসিকে সুস্থ রাখার জন্য বিভিন্ন পয়েন্টে ৭টি হ্যান্ড ওয়াশিং ডিভাইজ প্রদান করেন। এ উপলক্ষে করোনা ভাইরাস সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
প্রাকটিক্যাল অ্যাকশানের সহযোগিতায় মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় পৌরসভার অফিস চত্বরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন পৌর মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, আকিমুদ্দীন আকি, পৌরসচিব তুষার কান্তি দাস, সিনিয়র সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, বিদ্যুৎ উপ-সহকারী প্রকৌশলী এস এম সোহরাওয়ার্দী হোসেন, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাকটিক্যাল অ্যাকশানের কর্মকর্তা শাহানাজ পারভীন মিনা।