প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৭:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০১৯, ১১:৩৩ অপরাহ্ণ
কলারোয়া পৌরসভায় ওয়াস এসডিজি প্রকল্পের ২দিন ব্যাপি কর্মশালা অনু্ষ্ঠিত
কামরুল হাসান, কলারোয়াঃ আন্তার্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাকটিক্যল একশান কর্তৃক আয়োজিত কলারোয়া পৌরসভায় বাস্তবায়নাধীন ওয়াশ এসডিজি প্রকল্পের আওতায় ১৬ ও ১৭ অক্টোবর -২০১৯ ইনক্লুসিপ সোস্যাল মবিলাইজেশন ক্যাম্পেইন এবং শহরব্যাপি উন্নত ওয়াস সেবা প্রদান বিষয়ক ২দিনের কর্মশালা আয়োজন করা হয়। পৌর হলরুমে অনু্ষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, (ভারপ্রাপ্ত) মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, সহকারি প্রকৌশলী ওয়াজিহুর রহমান,জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী সুমন রায়। অন্যান্যদের মধ্যে অবসর প্রাপ্ত অধ্যক্ষ আবু নসর, আব্দুল মজিদ, পৌরসচিব তুষার কান্তি দাস, সববায় কর্মকর্তা নওশের আলী, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জুলফিকার আলী, কাউন্সিলর শেখ জামিল হোসেন, মফিজুল হক, রফিকুল ইসলাম, আলফাজ উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, আকিমদ্দীন আকি, সংরক্ষিত কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধারাণী বর্মন, লুৎফুন্নেসা লুতু প্রমূখ। কর্মশালায় সচেতনতামূলক কার্যক্রম সহ ওয়াস সেবাকে আরো উন্নত ও সহজে হাতের নাগালে পাওয়ার বিষয়ে দিক নির্দেশনামূলক কর্মপরিকল্পনা প্রনয়ন করা হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.