
কলারোয়া ব্যুরো: কলারোয়া পৌরসভার উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় পৌরসভার অডিটোরিয়ামে কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, সোনাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ.লীগ নেতা সহকারী অধ্যাপক আব্দুর রহিম, মাষ্টার আজিজুর রহমান, মাষ্টার হাফিজুর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, শফিউল আলম শফি, ফারহানা হোসেন, আসাদুজ্জামান তুহিন, শেখ জামিল হোসেন, রফিকুল ইসলাম, মেজবাহ উদ্দীন নিলু, আলফাজ উদ্দীন, শেখ ইমাদুল ইসলাম, আকিমুদ্দীন আকি, সন্ধ্যা রাণী বর্মন, দিথী খাতুনসহ পৌর কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন।