
কামরুল হাসান, কলারোয়াঃ
কলারোয়া পৌর সদরের একটি ‘স’ মিল আগুনে পুড়ে একেবারে ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠের দক্ষিণে পাকা রাস্তার পার্শ্ববর্তী উপজেলার মানিকনগর গ্রামের আব্দুল ওহাবের ‘স’ মিলে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। বহুদূর থেকে ‘স’ মিলে লাগা আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুনের সূত্রপাত শর্টসার্কিট না সিগারেটের অবশিষ্টাংশ না অন্যকিছু তা এখনো জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পালসহ অন্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান আজিজুর রহমানসহ ১২ সদস্যের কর্মীবাহিনী। তবে অগ্নিকাণ্ডের শুরুতে থানা পুলিশ পরিবেশ নিয়ন্ত্রণে নিয়ে আগুন নেভানোর জোর চেষ্টা চালাতে থাকে। সাধারণ জনতা ফায়ারসার্ভিস এর গাড়ি আসার আগেই আগুন সিংহভাগ নিয়ন্ত্রণে আনেন। ক্ষয় ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিক জানা না গেলেও মিলের মালিক আঃ ওহাব জানান আনুমানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। আগুনের সূত্রপাত উদঘাটনের চেষ্টা চলছে বলে ফায়ারসার্ভিস এর পক্ষ থেকে জানানো হয়।