নিজস্ব প্রতিবেদক: কলারোয়া টু খোরদো রায়টা রাস্তার বেহাল দশা হয়ে পড়ার পর এলজিইডি এই রাস্তায় বরাদ্দ দেয় ১ কোটি ৬৬ লাখ টাকা। কলারোয়ার রাইটা পুরাতন বাজার থেকে নতুন বাজার পর্যন্ত নির্মাণাধীন রাস্তাটিতে নিম্মানের ইট ও ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। কলারোয়া থেকে খোরদো বাজার জরাজীর্ণ রাস্তা হিসেবে ছিল নির্মাণাধীন এই রাস্তারটা বাংলাদেশ সরকারের সহায়তায় এলজিইডির উপর এ রাস্তাটি করার দায়িত্ব আছে। কিন্তু অসাধু ঠিকাদারের জন্য আবার দুশ্চিন্তায় পড়েছে আত্র এলাকার মানুষ ও রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করা হাজার হাজার মানুষ ।
রায়টা গ্রামের সাধারন মানুষ সাংবাদিকদের জানান, এ রাস্তাটিতে খুব নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হয়েছে। যার ফলে রাস্তাটি আবার আগের রুপে পরিনিতি হবে। ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যায়ে নিম্নমানের হলে সরকারের দূর্ণাম হবে বলে মনে করে সুশীল সমাজ। রাস্তাটির দৈঘ্য ১৭০০ মিটার প্রস্থ ৩ মিটার এইজিং ৫ ইঞ্চি করার কথা থাকলে ঠিকাদার রফিকুল ইসলাম কোনটাই ঠিক রাখেনি।
এ বিষয়ে কলারোয়া উপজেলা প্রকৌশলী নাজিমুল হক জানান, সেখানে খারাপ ইট ব্যবহার হচ্ছে আমি শুনেছি। অবশ্যই যথাযথ ব্যবস্থা নিব। ঠিকাদার রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করার জন্য ফোন করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেনি।