
কামরুল হাসান, কলারোয়াঃ গরীব, অসহায় মানুষের সরকারি খরচে আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে কলারোয়া উপজেলা লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলা পরিসদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা লিগ্যাল এইড কমিটি এ সভার আয়োজন করে। কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি মো: আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব আরএম সেলিম শাহনেওয়াজ, কমিটির সদস্য উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মহাসীন আলী, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, শিক্ষা কর্মকর্তা মোজ্জাফর হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদসহ কমিটির সদস্যবৃন্দ। সভায় বক্তরা সরকারি আইনী সহায়তা কার্যক্রমের লিগ্যাল এইড’র মাধ্যমে গরীব, অস্বচ্ছল ও নির্যাতিত মানুষের আইনী অধিকার নিশ্চিত করার জন্য উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের প্রচার-প্রচারণার আহবান জানানো হয়।
কলারোয়ায় কয়লা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় গরীব, অসহায় মানুষের আইনী সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার কয়লা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কয়লা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি শেখ ইমরান হোসেনের সভাপতিত্ব্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব তাজমীর আলম, ইউপি সদস্য রহিমা বেগম কাজল, মনোয়ারা খাতুন, রাবেয়া খাতুন, শাহাজদ্দীন, মফিজুল ইসলাম, রবজদ্দীন, আনসার ভিডিপির আব্দুল্লাহেল আজাদ, উপসহকারি কৃষি কর্মকর্তা লুৎফর রহমান, সমাজসেবক আব্দুল আহাদসহ ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সকল সদস্যরা। সভায় ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন বলেন, টাকার অভাবে ইউনিয়নের গরীব, অসহায় কোন মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেন না। ইউনিয়নের অস্বচ্ছল মানুষের বিচার নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষদের ঐ্যক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা যেন সরকারের বিনা খরচে আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে সঠিক বিচার পেতে পারে সে ব্যবস্থা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের নিশ্চিত করতে হবে।