
কামরুল হাসান, কলারোয়াঃঃ কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ও সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দুর মা ফজিলাতুন্নেছা (৭৫) শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। তিনি উপজেলার সীমান্তবর্তী বড়ালী গ্রামের মরহুম আব্দুল গফফার বিশ্বাসের সহধর্মিণী। প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান জানান, তাঁর মা ২০০৩ সাল থেকে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। ১৬ বছর অসুস্থ থাকার পর তিনি কলারোয়া হাসপাতাল সড়কের নিজ বাসভবনে ভোরের দিকে মৃত্যুবরণ করেন। বেলা ১১টায় কলারোয়া মডেল হাইস্কুল চত্বরে প্রথম ও যোহর নামাজের পর বড়ালী মক্তব চত্বরে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল কর কমিশনার আবুল কালাম কায়কোবাদ, সদ্য পদোন্নতিপ্রাপ্ত গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরফ আলী, নজরুল ইসলাম, সোনাবাড়িয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুয়ারা খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, আ’ লীগ নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, নুরুল ইসলাম, আনারুল ইসলাম, ডা. রেজাউল করিম রেজা, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, বদরুজ্জামান বিপ্লব, রুহুল আমিন, আব্দুল আলিম, সাংবাদিক এমএ সাজেদ, উপাধ্যক্ষ এটিএম রুহুল কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল হক, মাস্টার আলমগীর আজাদ, মাস্টার বদরুর রহমান প্রমুখ। এদিকে মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন: উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান ও লতিফা আখতার, উপজেলা দুপ্রক সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, উৎপল কুমার সাহা ও সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ।