কলারোয়া সংবাদদাতা:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২জানুয়ারি) বিকাল ৫টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন-কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়নের বারংবার নির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), সহ.সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, আওয়ামী লীগ নেতা লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, সরদার আনছার আলী, কাউন্সিলর শেখ আলফাজ উদ্দিন, কাউন্সিলর ইমাদুল ইসলাম,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, যুবনেতা নব নির্বাচিত চেয়ারম্যান ডালিম হোসেন, কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, প্রিন্সিপাল বিল্লাল হোসেন আবির, ইউপি সদস্য নুরুল ইসলাম, মোশাররফ হোসেন, মেহেরুল্লাহ, আনারুল ইসলাম, এরশাদ আলী, মিঠু, রফিকুল ইসলাম, মহব্বত আলী, কবির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল, ইমরান সরদার, সহ পৌরসভা ও ৬টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন-আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্যাগী নেতাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করোবো ইনশাআল্লাহ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন-কাউন্সিলর শফিউল আলম শফি।