
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে এসআই মোঃ রইচ উদ্দিন, এএসআই শেখ মোস্তাক আহম্মেদ সংগীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার বোয়ালীয়া গ্রামের হামেজ উদ্দীন সরদারের ছেলে আলমগীর হোসেন ওরফে আলম সরদার (২৮)কে শনিবার ভোর রাতে তার বাড়ি থেকে আটক করেন। আটককৃত আলম সরদারের বিরুদ্ধে নারী ও শিশু -২৯১/১০ মামলায় ৫ বছরের সাজা, ৫০ হাজার টাকা জরিমানাসহ অনাদায় আরো ৬ মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করেছে বিজ্ঞ আদালত। এই দন্ড প্রদানের পর থেকে তিনি পলাতক ছিলেন।