
কামরুল হাসান, কলারোয়া:
কলারোয়ায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত অসহায় ও দারিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
সোমবার কলারোয়া কোল্ডস্টোরেজ মোড়ে যুবদল নেতা এম এ হাকিম সবুজের চাতালে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর বিএনপির উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ৩ কেজি আলু ও ১ কেজি ডাল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন- ‘বিএনপি সাধারণ মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। নানান সীমাবদ্ধতার মাঝেও সামর্থ্য অনুযায়ী গরীব অসহায়দের পাশে থাকার চেষ্টা করছে বিএনপি।
কলারোয়া পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আখলাকুর রহমান শেলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গোলাম রসুলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচউদ্দীন, সহ.সভাপতি শেখ ফারুক আহম্মেদ মুকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল রকিব মোল্যা, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও কলারোয়া উপজেলা কৃষক দলের সভাপতি আরশাফ হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ হাকিম সবুজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, বিএনপি নেতা আঃ রাজ্জাক, শওকত হোসেন, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি তাওফিকুর রহমান সঞ্জু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাফ্ফার হোসেন, ছাত্রদল নেতা সাজু, জাহাঙ্গীর, রাজন, রাসেল, ইসারুল, ইয়াছিন, মেহেদী হাসান প্রমুখ।