
কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় ৪শ’১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসাদুল মোল্ল্যা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার কুমারনল গ্রামের মৃত আনিচ উদ্দীনের ছেলে। পৌরসভাধীন ঝিকরা গ্রাম থেকে শনিবার বিকেলে তাকে থানা পুলিশ আটক করে। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী আসাদুলকে ৪শ’১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ঝিকরা গ্রামের একটি পাকা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। রবিবার সকালে আটককৃতকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।