কলারোয়া ব্যুরো: কলারোয়ায় ২ কেজি গাঁজাসহ দু'জনকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার (৩ সেপ্টেম্বর) র্যাব-৬, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এইচ.এম ব্রিক ফিল্ডের অফিসের সামনে থেকে কেরালকাতা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে নাজমুল গাজী (৩৮) ও ঝাপাঘাট এলাকার তবিবার রহমানের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৩৫) কে ২ কেজি গাঁজাসহ আটক করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়। মামলা নং-০৪, তারিখ ০৪/০৯/২০২১ ইং।