
কামরুল হাসান: কলারোয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে আবারও থানা পুলিশের হাতে প্রাইভেটকারে ২শ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক হয়েছে। ফেনসিডিল উদ্ধার ও আটকের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পারিখুপি গ্রামে।
থানা সূত্র জানায় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানের দিক নির্দেশনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বুরহান উদ্দীন, এসআই সুবীর কুমার, এসআই কেএম রেজাউল করিম, এএসআই কামাল হোসেন, এএসআই মোঃ বাবর আলীসহ সংগীয় ফোর্সের সহায়তায় কলারোয়া উপজেলাধীন পারিখুপি গ্রামের জনৈক জাহান আলীর ছেলে মাদক ব্যবসায়ী হাবিবুর রহমানের বাড়ির প্রবেশপথের উপর থেকে ২শ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করা হয়। এ সময় ফেনসিডিল ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান (২২) কে আটক করে থানা পুলিশ।
এ ঘটনায় কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার ভোরে আরও ২শ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছিলো কলারোয়া থানা পুলিশ।