নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ৩৩ বিজিবির অভিযানে ৭৩ লক্ষ টাকা মূল্যের ১০০ ভরি ওজনের ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম ৪০০ মিলি গ্রাম।
আটককৃতের নাম মোঃ মনিরুল ইসলাম (৫০)। সে সাতক্ষীরার কলারোয়ার মুরারিকাঠি ইউনিয়নের ঘরচালা গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট (মঙ্গলবার) আনুমানিক রাত সাড়ে এগাড়োটার দিকে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে কলারোয়ার বজ্রবাক্স বাজার এলাকায় বিজিবি সদস্যরা মোঃ মনিরুল ইসলামকে স্বর্ণসহ আটক করে। এ ঘটনায় আটককৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।