
কামরুল হাসান,কলারোয়াঃ কলারোয়ায় অস্বচ্ছল ৭টি পরিবারের মাঝে কর্মসংস্থানের লক্ষে বিনামূল্যে ভ্যান গাড়ি বিতরণ করেছে। এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ওই ভ্যান গাড়ি বিতরণ করে গণমৈত্রী এনজিও। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে গণমৈত্রীর পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বেত্রবতী প্রতিবন্ধী স্কুলের পরিচালক মনোয়ারা বেগম, সমাজকর্মী রেজাউল করিম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম প্রমুখ।