কলারোয়া ব্যুরো: কলারোয়ার সেচ্ছাসেবী ‘সেবা’ সামাজিক সংগঠনে একটি অক্সিজেন সিলিন্ডার সেট ও মাস্ক প্রদান করলেন আমেরিকা প্রবাসী কলারোয়ার তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের সাবেক কর্মকতা মাহবুব হোসেন বিপ্লব। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিপ্লবের পক্ষে বড় ভাই মিয়া ফারুক হোসেন স্বপন সেবার উপদেষ্টা এড. শেখ কামাল রেজার হাতে করোনাকালীন সময়ে অতি দরকারি ওই সকল সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সভাপতি শেখ শহিদুল ইসলাম, উপজেলা দুপ্রক’র সভাপতি প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দু, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, নিয়াজ আহমেদ খান, গোলাম মোস্তফা রিগ্যান এবং সেবার আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। সেবার উপদেষ্টা এবং উপস্থিত সকলেই ছোট বিপ্লবের জন্য দোয়া করেন ও কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান।
কলারোয়ায় স্বেচ্ছাসেবী ‘সেবা’ সংগঠনে অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক দিলেন আমেরিকা প্রবাসী বিপ্লব
পূর্ববর্তী পোস্ট