
ইয়ারব হোসেন: কলারোয়ায় এক সেনা সদস্যের বাড়িতে দূ:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। মোখলেছুর রহমান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। ঘরের আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার ও এলইডি টিভি চুরি করে নিয়ে গেছে চোরেরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ভোরে ফজরের নামাজের সময় প্রতিবেশীদের চিৎকারে বেরিয়ে দেখেন বাড়ির গ্রীল কাটা। তখন ঘরে প্রবেশ করে দেখেন, আলমারি ভাঙ্গা ও ভিতরের জিনিস তছনছ করা। তিনি আরো জানান- আলমারিতে স্ত্রী ও কন্যার প্রায় ৫/৭ লক্ষ টাকার গহনা ছিল। একটি এলইডি টিভিও নিয়ে গেছে চোরেরা।