
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথমদিনে ইংরেজি বিষয়ে অনুপস্থিত ১৪২ জন পরীক্ষার্থী। রবিবার সকালে উপজেলার ১৩ কেন্দ্রে এ পরীক্ষার প্রথমদিনে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, সমাপনী পরীক্ষায় প্রাথমিক স্কুল পর্যায়ে মোট পরীক্ষার্থী ৩৫৬২ জনের মধ্যে বিভিন্ন কারণে অনুপস্থিত ছিলো ৪০ জন। এরমধ্যে ১৩জন ছাত্রী ও ২৭ জন ছাত্র। আর মাদরাসা পর্যায়ের এবতেদায়ীতে ৫৮১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১০২জন। এদের মধ্যে ৩৯ জন ছাত্রী ও ৬৩ জন ছাত্র। উপজেলার প্রাথমিক ও এবতেদায়ীর সমাপনীর ১৩টি পরীক্ষা কেন্দ্রে মোট ৪১৪৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণের কথা থাকলেও প্রথমদিনে উপস্থিত ছিল ৩৯৯১ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। অনুপস্থিত পরীক্ষার্থীদের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফর উদ্দিন সাংবাদিকদের জানান, প্রতিবছর বিভিন্ন কারণে অনুপস্থিত থাকলেও এবছর বেশী সংখ্যায় অনুপস্থিত রয়েছে। এবছর উপজেলায় ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭টি বে-সরকারি ও এনজিও এবং ৩৪টি মাদ্রসার ইবতেদায়ী ও ৫টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা থেকে মোট ৪১৪৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও প্রথমদিনে উপস্থিত ছিল ৩৯৯১ জন শিক্ষার্থী। উপজেলার ১২ ইউনিয়নের ১২টি কেন্দ্রে এবং পৌরসদরের ১টি কেন্দ্রসহ মোট ১৩টি কেন্দ্রে সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।