
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহের সাংস্কৃতিক ও অন্যান্য প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২১অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ- সোনাবাড়িয়া হাইস্কুল, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক- মনিরুজ্জামান, শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (বিদ্যালয়)- কামারালী হাইস্কুলের শাহাবুদ্দিন আলম, শ্রেষ্ঠ শ্রেণশিক্ষক (মাদরাসা)- কলারোয়া আলিয়া মাদরাসার শেখ শাহাজাহান আলী শাহিন, শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (কলেজ)- আমানুল্লাহ কলেজের আলমগীর কবির ও বেগম খালেদা জিয়া কলেজের কাজী মাহমুদ হোসেন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়)- সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, কারিগরি বিভাগে- কলারোয়া গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলেজ বিভাগে- কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল আলম, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (বিদ্যালয়)- কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, শ্রেষ্ঠ মাদরাসা- কলারোয়া আলিয়া ফাজিল মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান- কলারোয়া গালর্স হাইস্কুল। একই অনুষ্ঠানে লোকনৃত্য, উচ্চাঙ্গসংগীত, তাৎক্ষণিক অভিনয়, জারীগান, লোকসঙ্গীত, নজরুল গীতি, রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক গান, বিতর্ক প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি, বাংলা রচনা প্রতিযোগিতা, হামদ/নাত, ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন ভাগে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক আব্দুর রব, বদরুজ্জামান বিপ্লব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বজলুর রহমান, অধ্যক্ষ এসএম শহিদুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ।