
কলারোয়া ব্যুরো: কলারোয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ দুজন আটক হয়েছে। আটকের ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কলারোয়ার হঠাৎগঞ্জ এলাকায়। এসময় র্যাবের অভিযানে ২৭৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ কলারোয়ার কয়লা ইউনিয়নের কুমারনল গ্রামের মৃত আনিছ উদ্দিন মোল্লার ছেলে আসাদুল মোল্লা (৩৫) এবং পৌরসভার মুরারীকাটি গ্রামের মৃত খবির উদ্দিন এর ছেলে কাজী শাহনেওয়াজ (৪০) কে আটক করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১০ টা ২৫ মিনিটের সময় কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুই ব্যক্তিকে ২৭৯ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।