কলারোয়া সংবাদদাতা: কলারোয়ায় সদ্য প্রয়াত জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, জেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ, আওয়ামী লীগ নেতা ভুট্টো লাল গাইন, কলারোয়া পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, শফি, আলফাজ উদ্দিন, কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, চন্দনপুরের যুবলীগ নেতা ডালিম হোসেন, কয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম, উপজেলার তাঁতী লীগের নেতা বিল্লাল হোসেন আবির প্রমূখ।
সভায় বক্তারা বলেন, মুনসুর আহমেদ শুধু একজন বরণ্য রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন সাতক্ষীরাবাসীর অভিভাবক। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা কখনও পূরণ হবার নয়। সভায় মরহুম মুনসুর আহমেদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান।