কলারোয়া ব্যুরো: কলারোয়ায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সোমবার(২৬ এপ্রিল) সকাল ১১ টায় শিক্ষক সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত সভায় নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ ও বিদায়ী কমিটির দায়িত্বভার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান।
শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, নব নির্বাচিত সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক সামছুল হক, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক লুৎফর রহমান, বিদায়ী সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদরু, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক উৎপল কুমার সাহা, হাফেজ মাওঃ মফিজুল ইসলামসহ শিক্ষক নেতৃবৃন্দ। সভায় দায়িত্বভার হস্তান্তর শেষে বিদায়ী সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের পরিচালনায় শপথ গ্রহণ করেন নব- নির্বাচিত সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, সাধারণ সম্পাদক সহকারি প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাস্টার এস,এম আব্দুল করিম, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক বনি আমিন, মহিলা সম্পাদক শাহানাজ পারভীন, সদস্য শাহানাজ পারভিন, সদস্য (৪র্থ শ্রেণি) ফারুক হোসেনসহ ১২ সদস্য বিশিষ্ঠ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাগণ