
কলারোয়া ব্যুরো: কলারোয়ায় ভারতীয় নাগরিক হিসেবে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানের অভিযোগে এক দম্পতিকে আটক করেছে র্যাব সদস্যরা। ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মাস্টার পাড়ার জনৈক আতিয়ার রহমান মাস্টারের বাড়ির সামনে। আটককৃতরা হলো কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামের মৃত আমীর আলী সরদারের ছেলে জাকির সরদার (৫৫) ও তার স্ত্রী পারুল সরদার (৪৪)। খুলনা র্যাব-৬ এর লবনচরা ক্যাম্পের এসআই শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের দু’জনকে আটক করা হয়। আটককৃতরা ভারতীয় নাগরিক হয়ে সোনাবাড়িয়ায় অবস্থান করছে মর্মে অভিযোগ রয়েছে। এদিকে সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম জানান, জাকির সরদার ও তার স্ত্রী পারুল সরদার দীর্ঘ ১৫/১৬ বছর ধরে সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামে বসবাস করছেন। জাকির সরদারের সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন নম্বর-১৯৭০৮৭১৪৩৯৪১০২৪৯১, তারিখ-০২-৮-২০১৫ইং ও পারুল সরদারের সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন নম্বর-১৯৮২৮৭১৪৩৯৪১০২৪৮৫, তারিখ-০২-৮-২০১৫ইং। এমনকি তাদের দুজনের ভোটার ডাটা এন্টিতে নিবন্ধন হয়েছে। তার ¯িøপও রয়েছে। ওই এলাকার ফয়জুল ইসলাম জানান, তার মামাতো ভাই জাকির সরদার। তারা এর আগে ভারতে থাকতো। কেউ হয়রানী করতে মিথ্যা তথ্য দিয়ে খুলনা র্যাব-৬ এর সদস্যদের ভুল বুঝিয়ে জাকির সরদার ও পরুল সরদারকে আটক করিয়েছে। এঘটনায় বুধবার (২৪ নভেম্বর) কলারোয়া থানায় একটি পাসপোর্ট আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৩৮(১১)২১ ইং। এদিকে, আটককৃতরা এই মামলা থেকে অব্যহতি পাওয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।