নিজস্ব প্রতিবেদক: ১৫ই জুন মঙ্গলবার সকাল ১০টায় কলারোয়া উপজেলা অফিসের সামনে কোভিড-১৯ প্রতিরোধে ব্র্যাকের সামাজিক দূর্গ প্রকল্পের মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরূদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ব্র্যাকের এলাকা ব্যাবস্থাপক আতাউর রহমান, শাখা ব্যাবস্থাপক মোঃ রোকনুজ্জামান প্রমুখ। ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরূদ বলেন এ প্রকল্পের আওতায় শুধুমাত্র কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক ও অনন্য স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হবে। আজ শুরু হলো পর্যায়ক্রমে জেলায় প্রায় ছয় লক্ষ মাস্ক ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হবে।
কলারোয়ায় ব্র্যাকের সামাজিক দূর্গ প্রকল্পের মাস্ক বিতরণ
পূর্ববর্তী পোস্ট