কলারোয়া ব্যুরো: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যক সামনে রেখে বৃহস্পতিবার কলারোয়া খাদ্য গুদাম চত্বরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ফিতা কেটে উপজেলার আলাইপুর গ্রামের আতিয়ার রহমানের ধান ক্রয়ের মাধ্যমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কষি কর্মকর্তা কষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল চদ্র দাস, খাদ্য পরিদর্শক তৈয়েবুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুদ্দীন মোড়ল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রান্তিক চাষী ও মিলারবৃন্দ। এ বছর উপজেলার তালিকাভুক্ত ১৩০০ জন প্রান্তিক চাষীদের নিকট থেকে ২৭ টাকা কেজি দরে ১৭৯২ মেট্রিক টন ধান ও মিলারদের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ১১৯৯ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।