কলারোয়া ব্যুরো: কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ১০টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাস্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনের পর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে সম্মান জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফসহ বীর মুক্তিযোদ্ধাগণ। জানাযা নামাজ শেষে তুলশিডাঙ্গা কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয় বলে জানা যায়।
উল্লেখ্য, কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন (৬৭) মঙ্গলবার বেলা ১টার দিকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবুল হোসেন চাকুরী সূত্রে কলারোয়া পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামে স্থায়ীভাবে বসবাস করলেও জন্মসূত্রে তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাপষন্ডা গ্রামের মানুষ। তার পিতার নাম জয়নাল আবেদীন।
এর আগে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আবুল হোসেনের মৃত্যুর খবর জানতে পেরে তুলশিডাঙ্গাস্থ বাড়িতে উপস্থিত হয়ে সদ্য প্রয়াত’র আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের ডিজিএম আব্দুল ওহাব, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অ্যাড: আলী আহম্মেদ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সোনালী ব্যাংক কর্মকর্তা ছদর উদ্দীন, যুবদল নেতা মফিজুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীনসহ অসংখ্য শুভাকাঙ্খী ও স্বজনরা।
কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পূর্ববর্তী পোস্ট