প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ১০:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০১৯, ৬:২৭ অপরাহ্ণ
কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন
কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় সোমবার বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। তবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা এবছর বিশেষ কারণ দেখিয়ে তাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন, দোকান ও প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে কলারোয়া মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষে উপেজলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, থানার পক্ষে অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল- গীয়াস, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌরসভার পক্ষে ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষে সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া ফ্র্রেন্ডস স্পোর্টিং ক্লাবের পক্ষে সভাপতি আব্দুর রশিদ কচি, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরীসহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর মুক্তিযোদ্ধাদের গণ কবরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা ও ক্রীড়া ব্যক্তিত্ব শেখ শাহাজাহান আলি শাহিনের সঞ্চালনায় সকাল সাড়ে ৮ টায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন যৌথভাবে সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজ, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল- গীয়াস। এরপর শান্তির প্রতীক পায়রা উড্ডয়ন করানো হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউটস, বয়েজ স্কাউটস, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করে। এরপর কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন এর পুরস্কার বিতরণ করা হয়।
বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে উপজেলা প্রশাসন একাদশ ও সুধি একাদশের মধ্যে
সৌখিন ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বলে জানা গেছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.