কলারোয়া ব্যুরো: কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ষাটোর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম সিরাজুল ইসলাম (৬৫)। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেয়াড়া গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম মৃত. শরীয়তুল্লাহ গাজীর বড় ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিরাজুল ইসলাম বাড়ির সামনে পানির মটরের সুইচ চাপ দিলে বিদ্যুতায়িত হয়ে তাৎক্ষণিক মারা যান। কলারোয়ার খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রইচউদ্দীন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ ঘটনাটি ঘটে থাকতে পারে।