কলারোয়া ব্যুরো: কলারোয়ার বেলতলা নামক স্থান থেকে সোমবার লকডাউন কার্যকর করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী'র নেতৃত্বে বিভিন্ন গণ পরিবহণ ও লোকাল গাড়ি চেক করার সময় বিদেশি প্রজাতির প্রায় ৩০/৩৫ টি টিয়া পাখি উদ্ধার করেছেন। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ব-১৫১১৭৭। পরিবহণটি ঢাকা থেকে আসছিলো। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া থানার এএসআই কামাল হোসেন, এএসআই জসিমসহ থানার সদস্যরা। এরপর পাখিগুলো উপজেলা নির্বাহী আফিসারের কার্যালয়ে নিয়ে এসে কলারোয়া প্রাণিসম্পদ অফিসারের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান।