কলারোয়া ব্যুরো: কলারোয়ায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান সভা ২০২২ এর প্রস্তুতিম‚লক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। সদ্য বদলীর আদেশপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সভাপতিত্বে প্রস্তুতিম‚লক সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিম‚লক সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদসার সুপারগণসহ তাদের প্রতিনিধি সহকারী শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৬ অক্টোবর রবিবার সকাল ১০টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের হলরুমে বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত কুইজে-গণিত, রসায়ন, জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও আইসিটি বিষয় থেকে প্রশ্ন থাকবে বলে জানানো হয়। কুইজে অংশ নিতে প্রতিটি বিদ্যালয় থেকে ৩জন শিক্ষার্থীর সমন্বয়ে একটি তালিকা যথাসময়ে প্রেরণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হয়।