কলারোয়া ব্যুরো: কলারোয়ায় বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও জননেতা হাবিবুল ইসলাম হাবিবের কারামুক্তির কামনায় এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা যুবদল আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও মুখপাত্র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, জামাল উদ্দিন টুটুল, পৌর যুবদলের সদস্য সচিব মোজাফফর হোসেন, যুবদল নেতা আবু জাফর, ইছহাক, সোহাগ বিশ্বাস, আলমগীর কবির, উপজেলা যুবদলের অন্যতম সদস্য তাহেরুল ইসলামসহ কমিটির সদস্যবৃন্দ ও ইউনিয়ন নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মহিউদ্দিন ।