কলারোয়া ব্যুরো: কলারোয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার খাসপুর গ্রামের আবু তালেব সরদারের বসত বাড়ির আঙ্গিনা হতে ৬ ফুঠ উচচতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরের নির্দেশনায় এস আই রঞ্জন ও এ এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে গাঁজা গাছ জব্দ করা হয়। সেই সাথে আটক করা হয় গাঁজাচাষী আবু তালেব সরদারকে।
এই ঘটনায় ২০১৮ সালের মাদক দ্রব্য আইনে ৩৬/১এর ১৮ এর 'ক' ধারায় আবু তালেবকে আসামি করে মামলা (নং-০১) করা হয়েছে। এদিকে, শনিবার দুপুরের দিকে আটক আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগরে প্রেরণ করা হয়েছে বলে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান।