প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৬:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২০, ৯:৩৬ পূর্বাহ্ণ
কলারোয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো: আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা, শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাকায় আয়োজিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এর মূল কনসার্ট স্যাটালাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার ও বর্ণিল আতশবাজি প্রদর্শন। সকাল
১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর
শহর প্রদক্ষিণ শেষে যাত্রাবিন্দুতে মিলিত হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত অনুষ্ঠানস্থলে উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, ইক্বরা চাইল্ড মাদ্রাসার অধ্যক্ষ ইউনুছ আলি, অধ্যাপক আবু বক্কর সিদ্দিকসহ উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষা অফিসার শোভা রায়। সকল অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সকল শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.