প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৫:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০১৯, ৯:৩৯ অপরাহ্ণ
কলারোয়ায় ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
কামরুল হাসান, কলারোয়া: কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাশাররফ হোসেন(২৮) নামে এক যুবককে আটক করেছে। সে উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত আব্দুস সামাদ দালালের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভাদিয়ালি গ্রামের জনৈক নূর আলীর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল গীয়াস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.