
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় ৫৩ বোতল ফেনসিডিলসহ রিপন হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার রামভদ্রপুর গ্রামের জিয়াদ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরের দিকে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, তাঁর নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল, এসআই রঞ্জন কুমার, এএসআই তরুণ কুমার অধিকারী মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কাউরিয়া গ্রামস্থ সিরাজুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করেন। ওই সময় তার কাছে থাকা ব্যাগে তল্লাসী চালিয়ে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।