প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১১:৪৬ অপরাহ্ণ
কলারোয়ায় ফেনসিডিলসহ যুবক আটক
কামরুল হাসান, কলারোয়া : কলারোয়ায় ৮০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নির্দেশনায় এসআই রইচ উদ্দীন, এএসআই রফিকুল ইসলাম, এএসআই শেখ মোস্তাক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে ১৮সেপ্টেম্বর বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে সোহাগ হোসেন (৩০) কে তার বাড়ির গোয়ালঘরের পিছনে ইটেরসলিং রাস্তার উপর থেকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.