কলারোয়া ব্যুরো: কলারোয়ায় পুলিশি অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মাদক বিরোধী অভিযানে পুলিশ ৯২ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে পৃথক স্থান থেকে আটক করে। থানা সূত্রে জানা যায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেনের নেতৃত্বে এসআই রুবেল আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার হিজলদি ফকিরপাড়া গ্রামের মৃত রবিউল ইসলাম মন্ডলের ছেলে কাউসার আলী মন্ডল (৩৮) কে আটক করে। এসময় তার কাছ থেকে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে কলারোয়া থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চন্দনপুর গ্রামের মোমিন সানার ছেলে আইজুল সানা (২৮) কে তার বাড়ি থেকে আটক করে। এসময় আইজুল তার বাড়ির মধ্য থেকে ১৯ বোতল ফেনসিডিল বের করে পুলিশের হাতে তুলে দেয়। এঘটনায় কলারোয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।