কলারোয়া ব্যুরো: কলারোয়ায় করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে শনিবার দুপুর ১২টায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। এ সময় ১০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ৫ কেজি আলু বিতরণ করা হয়।