প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২০, ৯:২২ অপরাহ্ণ
কলারোয়ায় পুত্রের হাতে পিতা খুনের অভিযোগ
কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় পুত্রের আঘাতে পিতার করুন মৃত্যুর অভিযোগ উঠেছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার ছলিমপুর গ্রামে।
পিতা পুত্রের মধ্যে মারামারিতে পিতা নজরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মারা গেছেন।
স্থানীয়ভাবে জানা যায়, ছেলে নূরুল ইসলামের সাথে রোববার রাত ৮ টার দিকে বাবার হটাৎ কথা কাটাকাটির মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যয় বাবা পড়ে যায়। আহত অবস্থায় রাত্র ৯ টার দিকে বাবাকে কলারোয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে ওই রাতে সাতক্ষীরা থেকে তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে পিতার মৃত্যু হয়।
অভিযোগ উঠেছে ছেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার বাবাকে হত্যা করেছে। মাথায় আঘাতপ্রাপ্ত হয়েই তিনি মারা গেছেন।
এদিকে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.